ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। প্রথমার্ধের ২১ মিনিটে বিশ্বনাথ উপজেলা ১-০ তে পিছিয়ে ছিল। খেলার ৮৭ মিনিট পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলা দল তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হলেও ৮৮ মিনিটে খেলায় সমতা ফিরিয়ে আনে বিশ্বনাথ উপজেলা দল। শেষ পর্যন্ত আর কোন গোল হয় নি।
পরে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা দলকে হতাশায় ডুবিয়ে ৪-৩ ব্যবধানে বিশ্বনাথ উপজেলা দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের গোলরক্ষক রাজ্জাক।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
Leave a Reply