ক্রীড়া প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলা রবিবার শেষ হলো।
একই দিন দ্বিতীয় রাউন্ডের খেলাও শুরু হয়।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয় দুপুর সাড়ে ১২টায়। এতে জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে জয়লাভ করে।
এছাড়া দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সঙ্গে টাইব্রেকারে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা জয় পায়।
সোমবার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ দুপুর সাড়ে ১২টায়। এতে জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার।
অপর ম্যাচ দুপুর আড়াইটায়। অংশ নেবে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
Leave a Reply