সিলেট জেলার পুলিশ সুপার মো মনিরুজ্জামানের তাৎক্ষণিক পদক্ষেপে কোম্পানীগঞ্জ উপজেলার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মো ফকির আলীর (২৫) বসতবাড়ি আপাতত রক্ষা পেয়েছে।
পুলিশ সুপার মঙ্গলবার জানতে পারেন যে, উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর গ্রামের এই প্রতিবন্ধী ব্যক্তির বসত বাড়ি ও বসত বাড়ি সংলগ্ন পূর্ব দিকে শাহজাহান, আরিফ উল্লাহ, গিয়াস উদ্দিন, ছালাম, বাদশা ও হোসেন মিয়া সহ কিছু পাথর ব্যবসায়ী জোর পূর্বক পাথর উত্তোলন করাতে বসত বাড়িটি ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
পুলিশ সুপার খবর পেয়েই কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে এসআই মো রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। তাই পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ করে উভয় পক্ষকে জায়গার মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য পরামর্শ দেন। এছাড়াও উভয় পক্ষকে আইন মেনে শান্তি বজায় রাখার নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে কোম্পনীগঞ্জ থানা পুলিশের অনুসন্ধান চলমান রয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, সিলেটের জনগণকে নাগরিক সেবা প্রদানের জন্য তাকে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। যদি কোন ভুক্তভোগীর অভিযোগ সত্য হয় তবে তা সাথে সাথেই নিরসনের চেষ্টা করা হবে।
তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণকে আহবান জানান।
Leave a Reply