সিলেট জেলা পুলিশ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার অন্যান্য সরকারি কর্মসূচি পালনের পাশাপাশি আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্বেচ্ছায় রক্তদান এবং আলোচনা সভার আয়োজন করে।
এছাড়া ভব্যিষৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে স্কুল শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫টি বিভাগে অংশগ্রহণ করে।
সন্ধ্যার পর জেলা পুলিশ লাইন্সে বীরমুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান। সভাপতিত্ব করেন, পুলিশ সুপার ফরিদ উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ মাহবুবুল আলম ও জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।
পরে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে জাতির পিতা ও তার পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply