সিলেট জেলা পুলিশের জব্দ করা মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ও জেলা পুলিশের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসব ধ্বংস করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো আবুল হাসনাত, সদর কোর্টের মালখানা কর্মকর্তা মো মুজিবুর রহমান প্রমুখ।
সদর আদালতের মালখানায় রক্ষিত বিভিন্ন মামলার জিডি মূলে উদ্ধারকৃত ১৫৯৫ বোতল অফিসার্স চয়েস মদ ও ৫০ বোতল ফেনিসিডিল ধংস করা হয় ।
Leave a Reply