নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পুলিশ বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করেছে।
এ উপলক্ষে শনিবার সকালে মহানগরীর রিকাবীবাজারে পুলিশ লাইন্সে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শহীদ এসপি শামসুল হক মিলনায়তেন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধ মাসুক উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ড আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া।
Leave a Reply