ক্রীড়া প্রতিবেদক : সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে ও প্রচেষ্টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে পুলিশের অভ্যন্তরীণ খেলাধুলার সুবিধার্থে নির্মিত ‘পুলিশ ইনডোর’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার, ১ জুলাই (১৭ আষাঢ়) দুপুরে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), আবু সুফিয়ান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো রফিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
Leave a Reply