সিলেট জেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল সোমবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। এছাড়াও অংশ নেন, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা ও দায়রা জজ ড গোলাম মর্তুজা মজুমদার, মহানগর দায়রা জজ মফিজুল ইসলাম ভূঁইয়া, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, আওয়ামী লীগের জেলা সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, দৈনিক শুভ প্রতিদিন সম্পাদক গোলাম সরওয়ার, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, স্টেশন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন, জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান সবাইকে স্বাগত জানান।
একই দিন সোস্যাল ইসলামী ব্যাংক দক্ষিণ সুরমা শাখায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ। বিশেষ অতিথি ছিলেন, তেতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উছমান আলী, সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকরাম হোসেন বখত ও কানাইঘাট প্রেসক্লাব সভাপতি শাহজাহান সেলিম বুলবুল। প্রধান আলোচক ছিলেন, বাবু সালাম জামে মসজিদের খতিব মাওলানা সাদিক সিকান্দার। সভাপতিত্ব করেন, সোস্যাল ইসলামী ব্যাংক দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক কবিরুল ইসলাম।
ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply