নিজস্ব প্রতিবেদক : আইনি জটিলতায় স্থগিত সিলেট জেলা পরিষদের ৪ ওয়ার্ডে পুরুষ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পুরুষ সদস্য পদে প্রার্থীতা নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে গত বছরের ২৮ ডিসেম্বর সিলেট জেলা পরিষদ নির্বাচনের আগের রাতে ১, ৩, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ডে নির্বাচন স্থগিত করা হয়।
প্রায় ৫ মাস পর মঙ্গলবার কড়া নিরাপত্তায় প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রবাসী সমর্থক শাহানূর, ৯ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির সহল রাজি চৌধুরী ও ১৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের ইমাম উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছে।
তবে ৩ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর ভোট সমান (২৫) হয়ে যাওয়ায় ফলাফল স্থগিত রাখা হয়। পরে লটারি করে আওয়ামী লীগের নূরুল ইসলাম ইছনকে বিজয়ী ঘোষণা করা হয়।
Leave a Reply