নিজস্ব প্রতিবেদক : সিলেটে শিক্ষিত বেকার, বিধবা ও স্বামী পরিত্যক্ত যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে ফ্রি সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন, প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন। উদ্বেধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জহুরা রওশন জেবিন রুবা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহানূর, সাজনা সুলতানা হক ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ। পরিচালনায় ছিলেন, জেলা পরিষদ কর্মকর্তা নাজিম উদ্দিন।
Leave a Reply