বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার মাসিক সভা মঙ্গলবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা এহসান উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা জ্যেষ্ঠ সহ সভাপতি মাওলানা আব্দুর মন্নান জালালাবাদী, অর্থ সম্পাদক হাফিজ আকমল হুসাইন, প্রচার সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মাওলানা তাহসিল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফিজ শিহাব উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজামুদ্দিন, সহ দফতর সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাহমুদ হাসান, ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা আবুল বশর, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা গোলামুর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।
বক্তাগণ কওমি সনদের স্বীকৃতি প্রদান ও সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি অপসাণের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন।
সবশেষে মাওলানা মতিউর রহমান দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন।
Leave a Reply