নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার মহানগরীর রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন। বিএনপির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর সহ সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী ও জেলা সহ সভাপতি এ কে এম তারেক কালাম।
পরে একটি বিক্ষোভ মিছিল মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
Leave a Reply