বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কানাইঘাট, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের সিলেট জেলা নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক মাওলানা জালাল উদ্দীন ভূইঁয়ার পরিচালনায় সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন, দফতর সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নুমানী।
সভায় ইমাম-মুয়াজ্জিন ডিরেক্টরি তৈরির কাজ ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে সমাপ্ত করা, আগামী ২০২২ সালের মার্চের ভিতরে প্রত্যেক উপজেলা শাখা পুনর্গঠন করা এবং উপজেলা সভাপতি ও সম্পাদকদের প্রতিটি ইউনিয়ন শাখা গঠন করার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া কানাইঘাট, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দায়িত্বশীলদের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ করে তাদেরকে কোন কাজে না পাওয়ায় বা তাদের কোন সাড়া না পাওয়ায় এ ৩ উপজেলা বিলুপ্ত ঘোষণা করে নতুনভাবে গঠন করার জন্যে দায়িত্বশীল নিযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা সহসভাপতি মাওলানা তাহসীল উদ্দিন কাসেমী, মাওলানা আবদুল মতিন, মাওলানা আবুল বাশার, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আকমল হোসাইন, যুগ্ম সম্পাদক মাওলানা হাফিজ শিহাব উদ্দিন, মাওলানা নুমান আহমদ কাওসার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওদুদ চৌধুরী, মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা ইলিয়াছ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা লোকমান আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নুমানী, শাহিদুর রহমান, মাওলানা এনামুল হক, মাওলানা শামসুজ্জামান, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা মাসুম আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা সিকন্দর আলী, মাওলানা গোলাম নূর ও মাওলানা আতাউর রহমান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply