বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সিলেট আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা শুক্রবার দুপুর আড়াইটায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।
বর্ধিত সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
Leave a Reply