নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। শুরুতেই জেলার এপ্রিল মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির খতিয়ান তুলে ধরেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
পরে জেলার আইনশৃ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করেন, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন পিপিএম। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করেন, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো আজবাহার আলী শেখ।
আলোচনায় অংশ নেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোমিন চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ এবং বিজিবি, বনবিভাগ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মহিলা অধিদপ্তরের প্রতিনিধি এবং কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
Leave a Reply