নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। মধ্যরাতের পর ফলাফল পাওয়া যেতে পারে।
এবার সভাপতি পদে ৬ জন, সহ সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জন, সমাজ বিষয়ক সম্পাদক পদে ২ জন, সহ সমাজ বিষয়ক সম্পাদক পদে ৩ জন, লাইব্রেরি সম্পাদক পদে ২ জন, নির্বাচন কমিশনার পদে ২ জন, সহ সম্পাদক পদে ৭ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে সহকারী নির্বাচন কমিশনার পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মোট ভোটার ছিলেন ১ হাজার ৪শ ৩৯ জন।
Leave a Reply