নিজস্ব প্রতিবেদক : সিলেট আন্তঃজেলা বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের উপর হামলা ও তাজমহল রেস্টুরেন্ট ভাংচুরের প্রতিবাদে জেলায় সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে।
পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের অভিযোগ, জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমায় অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনালে এই হামলা চালায়।
অন্যদিকে জেলা যুবলীগ নেতাদের দাবি, আন্তঃজেলা বাস টার্মিনালের ইজারাদার জেলা যুবলীগ নেতা মিসবাহ উদ্দিন তালুকদার আদালতের রায় মোতাবেক আরো কয়েকজনকে নিয়ে তাজমহল রেস্টুরেন্ট থেকে ভাড়া আনতে গেলে পরিবহণ শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য শাহিনূর আহমদ শাহীনসহ অন্তত ৫ জন আহত হন।
শাহিনূর আহমদ শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ সকল প্রকার পরিবহণ ধর্মঘট ডাক দিলেও লেগুনা ও অটোরিক্সা জাতীয় হালকা যানবাহন সকাল থেকেই চলাচল করছে।
এদিকে আকস্মিক ধর্মঘটে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। এ কর্মসূচি আগে জানতে না পারায় আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে আটকা পড়েন।
Leave a Reply