নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলায় ২০১৬ সালে বিভিন্ন পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংকব্যাজ পরিধান করিয়ে দেয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা পুলিশ লাইনসে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক-ডিঅইজি মো মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মো নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, স্টাফ অফিসার টু ডিআইজি মো সুমন মিয়া, জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আবছার খান প্রমুখ। পরিচালনায় ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার।
অনুষ্ঠানে সদ্য পদোন্নতি প্রাপ্ত ৩২ জনকে সাব ইন্সপেক্টর পদের, ১২৮ জনকে এএসআই পদের ও ৯ জনকে এটিএসআই পদের র্যাংকব্যাজ পরিয়ে দেয়া হয়।
Leave a Reply