সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সিলেট জেলায় বন্যা কবলিত কেউ অভুক্ত থাকবে না। পর্যাপ্ত ত্রাণ সহায়তা রয়েছে। বন্যা কবলিতদের দেওয়াও হচ্ছে নিয়মিত। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা তৈরি হচ্ছে। এ তালিকার উপর ভিত্তি করে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের ব্যাবস্থা করা হবে, যেন সবাই খুব দ্রুত নিজেদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক প্রথমে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা শাহী ঈদগা বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ জনের মাঝে ত্রাণ ও শিশুখাদ্য বিতরণ করেন।
পরে তিনি আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও বন্যার সার্বিক ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন।
শরিফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের ৬৫টি পরিবারের ১৯৫ জনকে ত্রাণ দেন জেলা প্রশাসক। এরপর নৌকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।
এ সময় এলাকার জনপ্রতিনিধি, সেনাবাহিনী ও স্কুল গভর্নিং বডির সদস্য এবং অন্যরা উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply