হেনা মমো : সিলেট জেলায় করোনা সংক্রমণ এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। সংক্রমণের হার ১৪ দশমিক ৪৯। আগেরদিন শুক্রবারে এই হার ছিল ৮ দশমিক ২৪। বৃহস্পতিবারে ছিল এর প্রায় অর্ধেক অর্থাৎ ৩ দশমিক ৬৪। তবে ৩দিনই মৃত্যুশূন্য ছিল।
শনিবারের প্রতিবেদন বলছে, সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ১৩ জন ও সুনামগঞ্জ জেলায় ১ জন সুস্থ হয়েছেন।
তবে এই সময়ে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় কেউ নমুনা পরীক্ষা করতে দেননি।
Leave a Reply