নিজস্ব প্রতিবেদক : গ্রেফতারকৃত দুই ট্রাক শ্রমিকের মুক্তি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সিলেট জেলায় আহুত অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের প্রায় ৭ ঘণ্টা পার হয়েছে। অন্যদিকে সমস্যার সমাধানে ঘণ্টাখানেক ধরে চলছে আলোচনা। সিলেট মহানগর পুলিশ-এসএমপি সদর দফতরে আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক ও শ্রমিক নেতারা অংশ নিয়েছেন।
শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন শুক্রবার রাত ১১টার দিকে এই ধর্মঘট ঘোষণা করে; কিন্তু তাৎক্ষণিকভাবে তেমন প্রচার না হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা সকালে আন্তঃ জেলা বাস টার্মিনালগুলোতে গিয়ে বিপাকে পড়েন। সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশে বিপুল সংখ্যক যানবাহনও আটকা পড়েছে।
পুলিশের দাবি করেছে, শুক্রবার সন্ধ্যায় তারা মহানগরীর কাষ্টঘর এলাকা থেকে মদ সহ দুই জনকে গ্রেফতার করে। অন্যদিকে ট্রাক শ্রমিক নেতাদের অভিযোগ, পুলিশ হয়রানির উদ্দেশ্যে নাটক সাজিয়ে ঐ ট্রাক শ্রমিকদেরকে গ্রেফতার করেছে।
এই গ্রেফতারের ঘটনার জের ধরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশের সাথে ট্রাক শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সহ ১০ জন আহত হন।
এর আগে ট্রাক শ্রমিকরা হামলা চালান সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) কার্যালয়ে। ভাংচুর করেন পুলিশের ৩টি পিকআপ। এর জের ধরে পুলিশ পার্শ্ববর্তী মাইক্রোবাস বাস শ্রমিকদের উপর হামলা চালালে ৭ জন আহত হন। এছাড়া ২ জনকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
ট্রাক শ্রমিকরা দুই দফায় মহানগরীর মেন্দিবাগ ও সোবহানিঘাট এলাকায় সড়ক অবরোধ করেন। তবে রাত দেড়টার দিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হয়।
Leave a Reply