নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ বন্যাকবলিত সিলেটে এখনও প্রায় ৩৭ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসন থেকে দেওয়া তথ্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য বিবরণী অনুযায়ী সিলেটে এখন মোট আশ্রয়কেন্দ্র ৪৩৯টি। আশ্রয়কেন্দ্রে মোট আশ্রিত ৩৭ হাজার ১৭৬ জন। মোট ক্ষতিগ্রস্ত পরিবার ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩টি। মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২৯ লাখ ৯৯ হাজার ৪৩৩। মোট ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৪০ হাজার ৯১টি।
মোট বরাদ্দপ্রাপ্ত চাল ১ হাজার ৬১২ মেট্রিক টন। মোট বরাদ্দপ্রাপ্ত শুকনো খাবার ২০ হাজার ২১৮ প্যাকেট। মোট বরাদ্দপ্রাপ্ত নগদ অর্থ : ১ কোটি ৯২ লাখ টাকা ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৬৫ লাখ টাকা।
মোট বিতরণকৃত চালের পরিমাণ ১ হাজার ৬১২ মেট্রিক টন। মোট বিতরণকৃত শুকনো খাবার ১৯ হাজার ৯১৮ প্যাকেট। মোট বিতরণকৃত নগদ অর্থ ১ কোটি ৯২ লাখ টাকা ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল প্রদত্ত ৬৫ লাখ টাকা।
Leave a Reply