নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার ডিজিটাল উদ্ভাবনী মেলা আগামী ২৮ ও ২৯ নভেম্বর মহানগরী রিকাবীবাজারে জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে জনসাধারণকে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে নানা কর্মসূচিতে এই মেলার আয়োজন করা হয়।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিজিটাল উদ্ভাবনী মেলা চলবে।
মেলা সফলে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Leave a Reply