নিজস্ব প্রতিবেদক : সিলেট থেকে জেদ্দা সারাসরি হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে হজ ফ্লাইটের উদ্বোধন করেন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। এসময় তিনি নিশ্চিত করেন, নানা কারণে একটু বিলম্বে হজ ফ্লাইট ছেড়ে গেলেও হজ যাত্রীদের যথাসময়ে জেদ্দায় পৌঁছে দেয়া হবে।
সন্ধ্যা ৬ টার দিকে ৪১৫ জন যাত্রী নিয়ে সিলেট থেকে সরাসরি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমানের হজ ফ্লাইট।
এছাড়া আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট আরোও তিনটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি জেদ্দায় যাবে।
সিলেট অঞ্চল থেকে এবার প্রায় ৫ হাজার জন হজে যাচ্ছেন। এর মধ্যে সিলেট থেকে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে যাবেন প্রায় ২ হাজার যাত্রী। বাকিরা বিভিন্ন এয়ারলাইন্স যোগে যাবেন।
Leave a Reply