নিজস্ব প্রতিবেদক : পয়লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথমদিন সোমবারে এবারো সিলেট সহ সারা দেশে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়া হলো। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকালে আয়োজিত পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ আমিনুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও শিক্ষা সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমদ খান ও প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ। পরিচালনায় ছিলেন, সহকারী শিক্ষক শিলা সাহা।
সিলেট সদর উপজেলা জুড়ে দিনব্যাপী পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সকালে এর উদ্বোধন হয় আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। উদ্বোধন করেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও শিক্ষানুরাগী মালিক হোসেন। সভাপতিত্ব করেন, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ। এছাড়াও অধ্যাপক জমির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক জহুরা বেগম, তামান্না রহমান ও মহরম আলী বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন, জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম।
সুনামগঞ্জে সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি জেএসসি বালিকা বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, উপ সচিব এমরান হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মাহমুদুর রহমান ও সহকারী কমিশনার মিলটন চন্দ্র পাল। পরিচালনায় ছিলেন, সহকারী শিক্ষক ইসমাইল হোসেন।
এ বছর জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় ৩৩ লাখের বেশি বই বিতরণ করা হবে।
হবিগঞ্জে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
সকালে হবিগঞ্জ বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, পুরো জেলায় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply