নিজস্ব প্রতিবেদক : ‘সময় এখন নারীর : উন্নয়নে তারা/ বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ এ প্রতিপাদ্য নিয়ে সিলেটে নানা কর্মসূচিতে নারীদের জন্যে উৎসর্গীত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহানগরীর জেল রোডে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে জেলা প্রশাসক নুমেরী জামান অংশ নেন।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানার খানুম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সেভরনের ব্যবস্থাপক মতিউস সামাদ চৌধুরী। সভাপতিত্ব করেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা আক্তার।
এছাড়া নারীদের উৎপাদিত পণ্য নিয়ে নারী উন্নয়ন মেলারও আয়োজন করা হয়।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মহানগরীর নয়াসড়ক এলাকায় শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যায়। এতে অংশ নেন, সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি নুরুন নাহার বেবী, সিলেট শাখার সভাপতি মিনারা বেগম ও সম্পাদক ফরিদা আলম, প্রশিক্ষক মুন্নী হাসান।
সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, নারী সংগঠক ফৌজিআরা শাম্মী জাহাঙ্গীর আলম।
হবিগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে হবিগঞ্জ পৌরসভার ও জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌর ভবনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র জি কে গউছ।
নবীগঞ্জে মানববন্ধন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা।
Leave a Reply