গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট-জাফলং সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত মো ইউসুফ আলী (১৬) জাফলং চৈলাখেল ৮ম খণ্ড গ্রামের তোতা মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসে অগ্নিসংযোগ করে।
পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ ভবনের অদুরে জাফলং থেকে সিলেট অভিমুখী একটি বাসের সাথে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলটির আরোহী ইউসুফ আলী মারা যায়।
দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করেও রাখেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই ওসমান গনি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
Leave a Reply