নিজস্ব প্রতিবেদক : সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে এবং সড়ক দুর্ঘটনা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহানগরীতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে মহানগরীর দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরে নিরাপদ সড়ক চাই-নিসচা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে দুই সপ্তাহের মধ্যে সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নিসচার জেলা সভাপতি বাবর লস্কর। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ লোকমান আলী। এছাড়াও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিক সহ অন্যরা বক্তব্য রাখেন।
Leave a Reply