নিজস্ব প্রতিবেদক : সিলেট-জকিগঞ্জ সড়ক অবিলম্বে সংস্কারের দাবিতে জকিগঞ্জ ছাত্র পরিষদ, সিলেট মানববন্ধন করেছে।
সংগঠনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ছাত্র পরিষদের সদস্যগণ ছাড়াও মহানগরীতে বসবাসকারী জকিগঞ্জ উপজেলাবাসী এবং সাবেক ও বর্তমান স্থানীয় সরকার প্রতিনিধিরা যোগ দেন।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মুকিত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব হোসেন চৌধুরী কয়েস ও শাব্বির আহমদ এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। সভাপতিত্ব করেন, জকিগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি সাজু ইবনে হান্নান খান। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক অলি চৌধুরী।
Leave a Reply