নিজস্ব প্রতিবেদক : সিলেট-জকিগঞ্জ সড়কে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। এর মধ্যে ৪ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল পৌণে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে বড়লেখাগামী একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামের কয়েস শাহরিয়ারের ১০ বছরের মেয়ে শোভা ও ৬ বছরের মেয়ে তান্নি মারা যায়।
পুলিশ মিনিবাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
Leave a Reply