সিলেট ছাত্রকল্যাণ ফেডারেশনের উদ্যোগে দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মহানগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন সিলেট ছাত্রকল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আবু তালেব মুরাদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব সিলেটের পলিসি সেক্রেটারি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ।
এর আগে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী রিফাত উল্লাহ। ২য় স্থান অধিকার করেন মৌলভীবাজরের সাইফুর রহমান। আর কানাইঘাটের সাইফুল ইসলাম হন ৩য়। প্রতিযোগিতায় সিলেট বিভাগের ১৫ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি মো সিদ্দিকুর রহমান।
Leave a Reply