বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নিয়মিত সাপ্তাহিক সভায় জরুরি ভিত্তিতে সিলেট-ছাতক ট্রেন চলাচল শুরুর দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় বক্তারা সিলেট ছাতক রেল লাইন দীর্ঘদিন কেন বন্ধ রাখা হলো তা তদন্ত করে বের করার এবং রেল লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসাবাড়ি, দোকান ও মার্কেট উচ্ছেদের জোর দাবিও জানান।
সভায় বক্তব্য রাখেন ডা হাবিবুর রহমান, সাংবাদিক এম এ হান্নান, ক্ষমা রাণী দে, অ্যাডভোকেট ছায়াদুর রহমান, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তপাদার, রুনা বেগম, রায়হান আহমদ, রহিমা বেগম, নাদিয়া ফেরদৌস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply