সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ড সিলেট চেম্বারের প্রশাসক ও আসন্ন নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে।
রবিবার দুপুরে সিলেট চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, তফসিল অনুযায়ী ৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবার ৪টি সদস্য ক্যাটাগরি থেকে ৪১ জন প্রার্থী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্য থেকে ২২ জন নির্বাচিত হবেন। তাদের মধ্য থেকে পরবর্তী সময়ে সভাপতি, জ্যেষ্ঠ সহ সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করা হবে।
তিনি জানান, টাউন এসোসিয়েশন ক্যাটাগরিতে অন্য কোন প্রার্থী না থাকায় শমশের জামালকে এই ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা ও নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকলকে চিঠি দেওয়া হয়েছে।
প্রার্থীগণ আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন বোর্ডের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply