দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন শেষে তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
অর্থমন্ত্রী তাদেরকে শুভেচ্ছা জানিয়ে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাবার আহবান জানান।
অনেক প্রতিকূলতার মধ্যে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য তিনি নির্বাচন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত কর্মকর্তারা সিলেট চেম্বারের ভাবমূর্তি রক্ষা ও ব্যবসায়ীদের স্বার্থে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী, আপিল বোর্ডের সদস্য এম এ হান্নান সেলিম, সিলেট চেম্বারের বিদায়ী সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ সিআইপি, নবনির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদ, সহ সভাপতি মো এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার, পিন্টু চক্রবর্তী, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, মো আব্দুর রহমান জামিল, মুজিবুর রহমান মিন্টু ও মো আতিক হোসেন।
Leave a Reply