ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের আমন্ত্রণে ভারত সফররত দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদল শনিবার শিলংয়ের একটি অভিজাত হোটেলে বর্ডার ট্রেড বিষয়ে ভারতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে।
এ সময ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেট চেম্বার প্রতিনিধিদলকে ভারত সফরের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের উন্নয়নে বিরাজমান বাঁধাসমূহ দূরীকরণে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা ভারত-বাংলাদেশের সীমান্ত বাণিজ্যের বিকাশে অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময়কালে বর্ডার ট্রেডে বিরাজমান সমস্যাবলী নিয়ে মেঘালয় ও আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীগণের সঙ্গে যৌথভাবে আলোচনার প্রস্তাব করা হয়।
এছাড়া দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে প্রসারিত করতে নতুন নতুন এলসি স্টেশন চালু এবং সরকারি নিয়ম-নীতি সংক্রান্ত সমস্যাবলী সমাধানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব করা হয়।
সিলেট চেম্বার সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক তাহমিন আহমদ মতবিনিময়ে মিলিত হওয়ায় ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আমদানি-রপ্তানিকারকগণকে ধন্যবাদ জানান।
তিনি সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যের উন্নয়নে ও বিরাজমান সমস্যা দূরীকরণে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় মেঘালয়ের এক্সপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ভারত-বাংলাদেশের বর্ডার ট্রেডে বিরাজমান সমস্যাবলী সংক্রান্ত একটি প্রস্তাবনা সিলেট চেম্বার সভাপতির হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহ সভাপতি মো আতিক হোসেন, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, সরোয়ার হোসেন ছেদু, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন সাহা এবং মেঘালয়ের বর্ডার ট্রেডার্স, মাইনিং এসোসিয়েশন ও এক্সপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply