দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা ফুল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চেম্বার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব। এতে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম জানান, তারা সিলেট চেম্বারের ছায়াতলে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করে যেতে চান।
সিলেট জেলায় পাঁচশর অধিক ফুল ব্যবসায়ী রয়েছেন জানিয়ে তিনি ভবিষ্যতে ফুল ব্যবসায়ীদের যেকোন সমস্যা নিরসনে সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন।
সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি ফুল ব্যবসায়ীদের যেকোন সমস্যা নিরসনে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মুশফিক জায়গীরদার, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, মো. আমিনুজ্জামান জোয়াহির, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রাছেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ দৌলত, উপদেষ্টা কল্লোল জ্যোতি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মাহবুব ডালি, সহ সাধারণ সম্পাদক আবুল খান ও ধর্ম বিষয়ক সম্পাদক রঈছ উদ্দিন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply