দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রবিবার ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি ফর এসএমই এন্ট্রিপ্রিনিয়ার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে কর্মশালার উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন, সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, এসএমই উদ্যোক্তাদের ব্যাংকিং ও আর্থিক বিষয়ে সম্যক ধারণা দিতে এ প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, কোন ব্যবসা শুরুর আগেই ব্যাংক ঋণ গ্রহণ করা অনেক সময় উদ্যোক্তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ব্যবসা শুরু করে এর আয়-ব্যয়ের দিক বিবেচনা করে ঋণ গ্রহণ করা উচিত। দেশে নারী উদ্যোক্তার সংখ্যা পূর্বের থেকে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে।
স্বাগত বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা বলেন, এসএমই ফাউন্ডেশন দেশে এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ব্যাংক ঋণ গ্রহণ ও অন্যান্য আর্থিক বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক এসএমই উদ্যোক্তা নানা সমস্যার সম্মুখিন হন।
এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক আবু তাহের মো শোয়েব, আলীমুল এহছান চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply