সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এই সময়ের মধ্যে ২২টি পরিচালক পদের জন্য অর্ডিনারি (একক) ৩৪টি, এসোসিয়েট (একক) ১১টি, গ্রুপ (সম্মিলিত) ১টি, গ্রুপ (একক) ৭টি ও টাউন এসোসিয়েশন শ্রেণিতে ১টি সহ মোট ৫৪টি মনোনয়নপত্র জমা পড়ে।
এর আগে ২০ আগস্ট পর্যন্ত অর্ডিনারি (একক) ৪২টি, এসোসিয়েট (একক) ২০টি, এসোসিয়েট (সম্মিলিত) ১টি, গ্রুপ (একক) ১৫টি, গ্রুপ (সম্মিলিত) ২টি ও টাউন এসোসিয়েশন শ্রেণির ৩টি মনোনয়নপত্র বিক্রি হয়।
মনোনয়নপত্র গ্রহণ করেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ ও অ্যাডভোকেট জুনেল আহমদ।
Leave a Reply