নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিএসটিআই সনদপত্র প্রাপ্তি এবং পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস রেজিস্ট্রেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় চেম্বার সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএসটিআইর সহকারী পরিচালক কাওছার আহমদ খান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক খালেদুজ্জামান তালুকদার ও রিসোর্সপার্সন ওবায়দুর রহমান, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি এমদাদ এমদাদ হোসেন ও পরিচালক মুকির হোসেন। পরিচালনায় ছিলেন, জ্যেষ্ঠ কর্মকর্তা মিনতি দেবী।
Leave a Reply