সিলেটে ‘সাপোর্ট টু উইমেন ট্রেডার্স টু প্রমোট এক্সপোর্টস এন্ড আপগ্রেডিং অব বাংলাদেশ ট্রেড পোর্টালের আঞ্চলিক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ও ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় সিলেট চেম্বার মিলনায়তনে এর আয়োজন করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্পের পরিচালক হেমায়েত উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক ড মাহমুদ হোসেন ও বিশ্ব ব্যাংকের পরামর্শক ফুয়াদ এম খালিদ হোসেন। সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী ও সহ সভাপতি এমদাদ হোসেন এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
Leave a Reply