নিজস্ব প্রতিবেদক : সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার। এতে রয়েছে, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া প্রাক্তন সভাপতিদের সম্মাননা প্রদান করা হবে।
বুধবার দুপুর আড়াইটায় মহানগরীর খরাদিপাড়ায় আমান উল্লাহ কনভেশনশন সেন্টারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
অনুষ্ঠানমালার অংশ হিসেবে সকালে মহানগরীর জেল রোডে চেম্বার ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি মহাগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বেলুন উড়ানো হয়। এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও সিলেট চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply