NEWSHEAD

সিলেট চেম্বারের শিক্ষা বৃত্তি প্রদান করলেন পরিকল্পনা মন্ত্রী

Published: 13. Dec. 2019 | Friday

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য দেশের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার দিকে এগিয়ে নেওয়া। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
তিনি আরো বলেছেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের পাশাপাশি শিক্ষার বিকাশে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বৃত্তি প্রদান কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এভাবে যার যার অবস্থান থেকে শিক্ষার বিকাশে কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট চেম্বার মিলনায়তনে এসসিসিআইর বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন।
সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার গোলাম মোহাম্মদ মুনীর, অতিরিক্ত জেলা প্রশাসক নাছির উল্লাহ্ খান, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ ও বৃত্তি সাব কমিটির আহবায়ক সাহিদুর রহমান।
অনুষ্ঠানে সিলেট জেলার ১৩টি উপজেলার ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

Share Button
January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

দেশবাংলা