নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মহানগরীর জেল রোডে চেম্বার সম্মেলন কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, প্রতিষ্ঠানের সভাপতি খন্দকার সিপার আহমদ। নির্বাচন সক্রান্ত প্রতিবেদন পেশ করেন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী। কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি এমদাদ হোসেন, পরিচালক হিজকিল গুলজার, জিয়াউল হক, সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, নূরুল ইসলাম, ওয়াহিদুজ্জামান ভুট্টো, মুশফিক জায়গীদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমদ, আতিক হোসেন ও মুজিবুর রহমান মিন্টু। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
Leave a Reply