সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের আসন্ন নির্বাচন আয়োজনের লক্ষ্যে গঠিত নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড দায়িত্ব গ্রহণ করেছে।
বৃহস্পতিবার দুই বোর্ডের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সিলেট চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ্ শহিদুল ইসলাম ও সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন ও মো সাদেক এবং আপিল বোর্ডের সদস্য এম এ হান্নান সেলিম ও এ এ এম মিরাজ, সিলেট চেম্বারের পরিচালক খন্দকার সিপার আহমদ, মো সাহিদুর রহমান, মো লায়েছ উদ্দিন, আব্দুর রহমান, চন্দন সাহা, মো বশিরুল হক প্রমুখ।
Leave a Reply