দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৬ সাল মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে।
শনিবার, ৯ মার্চ (২৪ ফাল্গুন) সকাল ১১টায় চেম্বার মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
তিনি সিলেট চেম্বারের টানা দ্বিতীয় মেয়াদের সভাপতি তাহমিন আহমদের হাতে দায়িত্ব গ্রহণ সংক্রান্ত ফাইল তুলে দেন এবং পরিচালনা পরিষদে টানা ৬ বছর দায়িত্ব পালনকারী বিদায়ী জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো আতিক হোসেন এবং পরিচালক মো আব্দুর রহমান (জামিল) ও হুমায়ুন আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, খন্দকার সিপার আহমদ, নতুন দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সহসভাপতি মো এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, বিদায়ী জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহসভাপতি মো আতিক হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন গত আপিল বোর্ডের সদস্য আব্দুল মালিক মারুফ, সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, মো আব্দুস সামাদ, জহিরুল কবির চৌধুরী (শিরু), ফাহিম আহমদ চৌধুরী, মো সারোয়ার হোসেন ছেদু, ফয়েজ হাসান ফেরদৌস, শান্ত দেব, মো সায়েম আহমদ, মো রিমাদ আহমদ রুবেল, মো মাহদী সালেহীন, আরিফ হোসেন, মো মাহবুবুল হাফিজ চৌধুরী (মুসফিক), মোহাম্মদ নূরুল ইসলাম, সাবেক পরিচালক আব্দুর রহমান ও সচিব মো গোলাম আক্তার ফারুক। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply