নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের নতুন পরিচালনা পরিষদ ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।
সোমবার সন্ধ্যায় মহানগরীর মির্জাজাঙ্গালে হোটেল নির্ভানা ইনে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি শাহ আলম। এছাড়া ফারুক আহমদ মিসবাহ, জুবায়ের আহমদ চৌধুরী, দিলওয়ার হোসেন, জিয়াউল হক ও মাহিউদ্দিন আহমদ সেলিম সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রবীণ ব্যবসায়ী নেতা শাহ আলম সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীদের পক্ষে রায় দেওয়ায় ভোটারদের প্রতি এবং সুষ্ঠু-সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্যে এসসিসিআই প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, নির্বাচন বোর্ড, আপিল বোর্ড, প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে শেষপর্যায়ে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব বলেন, ব্যবসায়ীদের সার্বিক কল্যাণের পাশাপাশি সিলেটবাসী বিভিন্ন ন্যায্য দাবি-দাওয়া নিয়েও এসসিসিআইর নতুন পরিচালনা পরিষদ সোচ্চার থাকবে।
Leave a Reply