নিজস্ব প্রতিবেদক : সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্ণ হয়েছে।
এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করবেন।
অনুষ্ঠানমালায় থাকছে শোভাযাত্রা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রাক্তন সভাপতিদেরকে সম্মাননা প্রদান। এছাড়া স্মরণিকাও প্রকাশ করা হচ্ছে।
প্রথমদিন সকাল ১০টায় চেম্বার ভবন থেকে শোভাযাত্রা বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে শেষ হবে।
সংগঠনের ৫০ বছর পূর্তি উৎসবকে সামনে রেখে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সোমবার বিকেলে চেম্বার ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। এ সময় অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply