নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯ থেকে ২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এ তালিকা প্রকাশ করে জানান, এবার সর্বমোট ভোটার সংখ্যা ২,৪৬৫ জন। এর মধ্যে অর্ডিনারি ১,৪১৩ জন, এসোসিয়েট ১,০৪০ জন, ট্রেড গ্রুপ ১১ জন ও টাউন এসোসিয়েশন ১ জন।
তিনি জানান, একটি সুষ্ঠু ভোটার তালিকা তৈরিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। অনলাইনে কাগজপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করা সহজ হয়। এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশন, বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও আয়কর বিভাগ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে।
সিলেট চেম্বার প্রশাসক আসাদ উদ্দিন আহমদ আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ ও অ্যাডভোকেট জুনেল আহমদ এবং আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম, সদস্য অ্যাডভোকেট রাজ উদ্দিন ও সদস্য হারুন আল রশিদ দিপু।
Leave a Reply