নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখা এবং ভোক্তাসাধারণকে মানসম্পন্ন পণ্য সরবরাহের লক্ষ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এলাকাভিত্তিক বাজার পরিদর্শন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার দুপুরে সংগঠনের সভাপতি খন্দকার সিপার আহমদের নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ এবং বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতিনিধিবৃন্দ লালদিঘিরপাড়, কালিঘাট, আমজাদ আলী রোড ও চাল বাজার এলাকা পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক, সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, হুমায়ুন আহমেদ, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, চালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও বিএসটিআইর সহকারী পরিচালক প্রকৌশলী রকিবুল ইসলাম রিপন।
Leave a Reply