দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি/৪ পৌষ) সকালে চেম্বার ভবনের সামনে প্রায় ৬০০ শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস সমাজের বিত্তশীলদেরকে নিজ নিজ অবস্থান থেকে গরীব-দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহসভাপতি মো আব্দুস সামাদ, আমিনুর রহমান লিপন, কাজী মো মোস্তাফিজুর রহমান, সায়েম আহমদ, আরিফ হোসেন, মো মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সিলেট চেম্বারের সচিব মো গোলাম আক্তার ফারুক ও অন্যান্য কর্মকর্তা। সংবাদ বিজ্ঞপ্তি